ফরিদপুর শহরের অনাথের মোড় সংলগ্ন ঐতিয্যবাহী ঝিলটিকে সংস্কার করা হোক। কালের সাক্ষী এই ঝিলের নামানুসারে শহরের ঝিলটুলি এলাকার নাম করন হলেও অনেক আগেই এটি কতৃপক্ষের অবহেলায় এবং সংস্কারের অভাবে মজা পুকুরে পরিনিত হয়েছে। অথচ কতৃপক্ষ/শহর উন্নয়ন পরীকল্পনাকারী'রা যদি এই ঝিলটির দিকে একটু নজর দেন তাহলে এটি হতে পারে শহরের সবচাইতে আকর্ষনীয় বিনোদোন কেন্দ্র। ঝিলটিকে সংস্কার করে চার-পাশ বাধাই করে কালভার্ট বসিয়ে দিলে ঝিলটি হতেপারে শহরে অন্যতম দর্শনীয় স্থান। শুধু তাই নয়, ফরিদপুর শহরকে আধুনিকতার
No comments:
Post a Comment