Friday, May 25, 2018

ভেজাল ও পচা খাদ্য বিক্রেতাদেরকেও ক্রস ফায়ারের আওতায় আনা হোক।

আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন খবরের কাগজে, টেলিভিশনে এবং বিভিন্ন Social Media-তে দেশের অনেক নামী-দামী খাদ্য বিক্রয়কারী বা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ স্থানীয় বাজারের অনেক ব্যাবসায়ীদের ভেজাল পচা খাদ্য বিক্রয়ের জন্য  আর্থিক জরিমানা গুনার পাশাপাশি তাদেরকে পুনরায় নিয়মিতভাবে ব্যবসা চালিয়ে যেতে দেখছি এবং YouTube/Google- সার্স দিলে ধরনের অনেক প্রতিষ্ঠানের এই অনিয়মের খবর পাওয়া যাবে। আমি নমুনা স্বরপ ৩টি জাতীয় TV Chanel-এর খবর সংযুক্ত করেছি। কিন্তু অত্যান্ত  দুঃখের বিষয় হচ্ছে এতবড় গুরতর অপরাধ করার পরেও আমরা এ যাবত কতৃপক্ষ কতৃক কোন প্রতিষ্ঠানকে বাতিল হোতে দেখিনি। অথচ এরা প্রত্যেকেই সন্ত্রাসী বা মাদক বিক্রেতাদের চাইতেও বড় এবং ভয়ংকর অপরাধী। কারন সন্ত্রাস বা মাদকের কুপ্রভাব একসাথে দেশব্যাপী আক্রমন করতে পারেনা, অবৈধ পেশা এবং প্রশাসনিক তপরতার কারনে দেশব্যাপী ছড়াতে সময়লাগে বা নির্দিষ্ট কিছু জনগোষ্ঠি এর শিকার হয়। কিন্তু খাদ্যে ভেজাল বা পচা খাদ্য বিক্রয়ের বিষয়টি হচ্ছে বৈধভাবে এবং খুব সহজে লক্ষ লক্ষ লোকের মাঝে রোগ-জীবানু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমগ্র জাতীকে আক্রমন করছে। এমনকি শিশুরাও এই আক্রমন থেকে রেহাই পাচ্ছেনা। সুতরাং এই জঘন্য অপরাধের দায়ে সন্ত্রাসী বা মাদক বিক্রেতাদের মতো ভেজাল পচা খাদ্য বিক্রেতাদেরকেও ক্রস ফায়ারের আওতায় আনা হোক এবং অপরাধের গুরুত্ত অনুসারে ব্যাবসা প্রতিষ্ঠান Seal করা হোক। 
ETV news about PRAN food ltd.

 Chanel 24 news about super shop Sopno. 

ETV news about KFC.

No comments:

Post a Comment