আমরা প্রতিনিয়ত Social Media-তে বিভিন্ন দেশের সুন্দর সুন্দর স্থাপনার ছবি দেখি বা বিদেশ ফেরত বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন শহরের সৌন্দর্যের বিবরন শুনে থাকি এবং শুনতে ভালই লাগে। কিন্ত আমি মনে করি সরকারের সদিচ্ছার পাশা-পাশি দেশ/শহরের যেসকল দপ্তর সমূহ City Infrastructure Development(শহর অবকাঠামো উন্নয়ন) নিয়ে কাজ করেন তারা যদিCity Planning- এর ক্ষেত্রে দেশ/নিজ শহরের প্রতি গভীর ভালবাসা এবং আধুনিক ও উন্নত চিন্তা পোষন করেন তাহলে আমাদের দেশের প্রতিটি জেলাসহ ফরিদপুর শহরকেও আন্তর্জাতিক মানসম্পন্ন শহরের রুপ দেওয়া সম্ভব। বর্তমান সময়ে ফরিদপুর শহরের উন্নয়ন চোখে পরারমতো। আর উন্নয়নের এই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের একজন সাধারন উন্নয়নকামী নাগরিক হিসাবে আমি শহর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে মূল ফরিদপুর শহরের প্রবেশ পথ সমূহে (পৌর সভার শুরুর পথ সমূহে) স্থায়ী ও আন্তর্জাতিক মান সম্পন্ন প্রবেশদ্বার (City Gate) তৈরী করার বিষয়টি ভেবে দেখার জন্য সুপারিশ করছি। এই কাজটি করা হলে যেমন ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে তেমনি প্রতিষ্ঠাতাদের নাম ইতিহাসের পাতা ও শহরবাসীর মনের মাঝে লিপিবদ্ধ হয়ে থাকবে। শুধুতাই নয়, আন্তর্জাতিক/জাতীয় অঙ্গনেও বাড়বে শহরের পরিচিতি। সুতারাং শহরবাসী ছবিগুলো মনদিয়ে দেখুন ও সুন্দর একটিআধুনিক ফরিদপুর শহরের স্বপ্ন তৈরী করুন এবং স্বপ্নটি শহর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পৌছেদিন, হবে ইনশাআল্লাহ। আমাদের সুন্দর চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনের চেষ্টাই আমাদের শহরকে/দেশকে সুন্দর করে তুলতে পারে।
Sunday, July 22, 2018
ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি ও শহরকে আকর্ষনীয় করে তুলার জন্য মূল শহরের প্রবেশপথ সমূহে স্থায়ী ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রবেশদ্বার (City Gate) তৈরী করা যেতে পারে।
আমরা প্রতিনিয়ত Social Media-তে বিভিন্ন দেশের সুন্দর সুন্দর স্থাপনার ছবি দেখি বা বিদেশ ফেরত বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন শহরের সৌন্দর্যের বিবরন শুনে থাকি এবং শুনতে ভালই লাগে। কিন্ত আমি মনে করি সরকারের সদিচ্ছার পাশা-পাশি দেশ/শহরের যেসকল দপ্তর সমূহ City Infrastructure Development(শহর অবকাঠামো উন্নয়ন) নিয়ে কাজ করেন তারা যদিCity Planning- এর ক্ষেত্রে দেশ/নিজ শহরের প্রতি গভীর ভালবাসা এবং আধুনিক ও উন্নত চিন্তা পোষন করেন তাহলে আমাদের দেশের প্রতিটি জেলাসহ ফরিদপুর শহরকেও আন্তর্জাতিক মানসম্পন্ন শহরের রুপ দেওয়া সম্ভব। বর্তমান সময়ে ফরিদপুর শহরের উন্নয়ন চোখে পরারমতো। আর উন্নয়নের এই ধারাবাহিকতায় ফরিদপুর শহরের একজন সাধারন উন্নয়নকামী নাগরিক হিসাবে আমি শহর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে মূল ফরিদপুর শহরের প্রবেশ পথ সমূহে (পৌর সভার শুরুর পথ সমূহে) স্থায়ী ও আন্তর্জাতিক মান সম্পন্ন প্রবেশদ্বার (City Gate) তৈরী করার বিষয়টি ভেবে দেখার জন্য সুপারিশ করছি। এই কাজটি করা হলে যেমন ফরিদপুর শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে তেমনি প্রতিষ্ঠাতাদের নাম ইতিহাসের পাতা ও শহরবাসীর মনের মাঝে লিপিবদ্ধ হয়ে থাকবে। শুধুতাই নয়, আন্তর্জাতিক/জাতীয় অঙ্গনেও বাড়বে শহরের পরিচিতি। সুতারাং শহরবাসী ছবিগুলো মনদিয়ে দেখুন ও সুন্দর একটিআধুনিক ফরিদপুর শহরের স্বপ্ন তৈরী করুন এবং স্বপ্নটি শহর উন্নয়ন কর্তৃপক্ষের কাছে পৌছেদিন, হবে ইনশাআল্লাহ। আমাদের সুন্দর চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তনের চেষ্টাই আমাদের শহরকে/দেশকে সুন্দর করে তুলতে পারে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment