Saturday, May 26, 2018

ফরিদপুর শহরকে আকর্ষনীয় করে তুলার জন্য Underground cable system করা যেতে পারে।



ভৌগলিক এবং ঐতিহাসিকভাবে ফরিদপুর বাংলাদেশের একটি গূরুত্বপূর্ন শহর হলেও এই শহরটির উন্নয়ন যেভাবে হওয়ার দরকার ছিলো সেভাবে হয়নি।বিশেষ করে একটি পুরাতন জেলা শহর হিসাবে যে ধরনের স্থাপনা,রাস্তাঘাট, ব্যবসা-বানিজ্য,বহুতলীয় ভবন,সরকারী অফিস স্থাপনা থাকা দরকার ছিল তার মান আশানুরুপ ছিলনা।তবে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানিয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন,এমপি মহোদয়ের শহরকে  আকর্ষনীয় করে তুলার জন্য প্রতিটি পদক্ষেপ যুগান্তকারী,আধুনিক,উন্নত চিন্তার প্রতিফলন এবং প্রশংসা পাওয়ার যোগ্য।এই শহর উন্নয়ন কর্মকান্ডের জন্য ফরিদপুরবাসী তার কাছে চিরকৃতজ্ঞ এবং তিনিই আধুনিক ফরিদপুর শহরের রুপকার।শহরের একজন সাধারন উন্নয়নকামী নাগরিক হিসাবে আমি চলমান এই শহর উন্নয়ন কার্যক্রমে Underground cable system-এর বিষটি ভেবে দেখার জন্য সুপারিশ করছি। আর এটা যদি সম্ভব হয় ফরিদপুর হবে বাংলাদেশের প্রথম Underground cable system- শহর।শহরবাসী ছবিগুলো মন দিয়ে দেখুন এবং সুন্দর একটি আধুনিক ফরিদপুর শহরের সপ্ন তৈরী করুন, হবে ইনশাআল্লাহ।আমাদের সুন্দর চিন্তাই শহরকে/দেশকে সুন্দর করে তুলতে পারে।
























No comments:

Post a Comment